আমাদের ব্যস্ত জীবনের চাপে কেন জানি 'হাসি' জিনিসটা কমে গেছে। হাসির মতো সুন্দর জিনিস খুব কমই আছে। দেখবেন সবসময় হাসিখুশি থাকা মানুষের চোখেমুখে অন্য রকম একটা মায়া জড়িয়ে থাকে।


আমি মানুষকে মনে রাখি তাদের হাসির ছবি দিয়ে। কারো কথা মনে পড়লে সবার আগে তার হাসিমুখের একটা ছবি মনের পর্দায় ভেসে ওঠে। যেসকল লোক বেশি হাসে,তাদের সাথে মেশেন। দেখবেন আপনিও সুন্দর করে হাসতে শিখে গেছেন। একসময় হাসতে হাসতে অভ্যেস হয়ে গেলে তখন দেখবেন দুঃখ আর আপনাকে স্পর্শ করতে পারছে না।


কারণ ছাড়াই উন্মা*দের মতো হাসেন, বাচ্চাদের মতো হাসেন, মুচকি হাসি দেন,চুপিচুপি হাসেন, অট্টহাসি হাসেন। এককথায় যখন যেভাবে পারেন, প্রচুর হাসতে থাকেন। হাসলে আপনাকে অসম্ভব রকমের সুন্দর লাগে 🖤

0 Comments

Brand creation, trend analysis & style consulting

Arafat Hossen Sabbir